দ্বিতীয় দিনে নিজেদের উইকেট বাঁচিয়ে রেখে প্রথম সেশনে ত্রিশ ওভার ব্যাট করে বাংলাদেশ রান করেছে মাত্র ৬২। পাঁচ উইকেটে ৩৬৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পুরো সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম দিনে করা ১১১ রানের সাথে ২৪ রান যোগ করেছেন মুশফিক, মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন ৩৫ রান নিয়ে।
প্রথম দিন সকালের মতোই দ্বিতীয় দিনেও সকালের প্রথম ঘণ্টায় বেশ সুইং ও ম্যুভমেন্ট পাচ্ছিলেন জিম্বাবুয়ের বোলাররা। তাদেরকে পালটা চ্যালেঞ্জ না জানিয়ে মুশফিক ও মাহমুদউল্লাহ দিয়েছেন ধৈর্য্য ও আত্মসংযমের পরীক্ষা।
তবের লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমে উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। জাভির্সের বলে ক্যাচ আউটের শিকার হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। ১১০ বলে ৩৬ রান করেছিলেন তিনি।
এ প্রতিবেদেন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৭২ রান। মুশফিক ১৪২ ও আরিফুল ০ রান করে ব্যাট করছেন।
এর আগে প্রথম দিনেই ঢাকা টেস্টকে নিয়ে এসেছে নিজেদের হাতের মুঠোয়। জোড়া সেঞ্চুরি এসেছে মুশফিক-মুমিনুল দু’জনের ব্যাট থেকে। প্রথম দিন শেষে বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়ে ৩০৩।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমে
Taxi moto line
128 Rue la Boétie
75008 Paris
+33 6 51 612 712
Taxi moto paris
As the admin of this site is working, no hesitation very soon it will be famous, due to its quality
contents.