আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নিয়েছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।মাশরাফির নির্বাচনে দাঁড়ানো নিয়ে ইতোমধ্যে চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। এদিকে নিজের প্রচারণায় থেমে নেই মাশরাফিও।
গোটা নড়াইল জেলায় আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়ে ছেয়ে গিয়েছে মাশরাফির পোস্টার।ক্রিকেট মাঠের মাশরাফি যখন রাজনীতির মাঠে তখন অনেক ম্যাশভক্ত অবাকই হয়েছেন। আবার অনেকেই সেটা ভালো দিক বলেই মন্তব্য করছেন।
কিন্তু এই সব নিয়ে হয়তো ভাবছেন না ম্যাশ। দেশের মানুষের প্রতি তার আস্থা ও ভালোবাসা আছে বলেই রাজনীতি করার সিন্ধান্ত নিয়েছেন।নিজের জেলা নড়াইলকে আরো উন্নতি করার লক্ষ্যে কাজ করতে চান ম্যাশ সেই দিক ভেবেই একাদশ নির্বাচন করতে যাচ্ছেন। এখন দেখার বিষয় ক্রিকেট মাঠের মাশরাফিকে রাজনীতির মাঠে ভক্তরা কতটুকু গ্রহণ করতে পারেন।
Taxi moto line
128 Rue la Boétie
75008 Paris
+33 6 51 612 712
Taxi moto paris
Wow, fantastic blog layout! How long have you been blogging
for? you made blogging look easy. The overall look of your
website is wonderful, let alone the content!