রংপুরের পীরগঞ্জ আসনে ২০০১ সালের সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে হারিয়ে দেওয়া সেই নূর মোহাম্মদ মণ্ডল যোগ দিয়েছেন আওয়ামী লীগে। জাতীয় পার্টির (জাপা) এই নেতা বিএনপি ঘুরে গত শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ক্ষমতাসীনদের দলে ভিড়লেন।
পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। জাপা নেতা নূর মোহাম্মদ মণ্ডল অষ্টম সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালে তিনি যোগ দেন বিএনপিতে। ওই বছর হওয়া নবম সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ নিয়ে শেখ হাসিনার কাছে পরাজিত হন।
পরে ২০১৪ সালে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান। নূর মোহাম্মদের দল বদলের বিষয়টি রংপুরের সর্বত্রই এখন আলোচনার বিষয়।অনেকে বলছেন, এলাকার উন্নয়নের স্বার্থে তার দল বদলটা জরুরি ছিল। এতে অবশ্য আওয়ামী লীগই লাভবান হয়েছে।
আর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ও জাপার ভোটব্যাংক। তবে বিএনপি তা মানতে নারাজ। দলটির নেতারা মনে করছেন, দলের দুঃসময় এলেই তিনি ডিগবাজি মারেন। নূর মোহাম্মদ না থাকলে দলের কোনো ক্ষতিই হবে না।
Taxi moto line
128 Rue la Boétie
75008 Paris
+33 6 51 612 712
Taxi moto paris
I love your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone
to do it for you? Plz answer back as I’m looking to
construct my own blog and would like to find out where
u got this from. thanks