ঢাকা টেস্টের ২য় দিনশেষে চালকের আসনে বাংলাদেশ দল। এইদিন বাংলাদেশ দলের হয়ে ডাবল সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। আর তাকে যোগ্য সাপোর্ট দেন মেহেদি মিরাজ।তার এই সঙ্গ দেয়া এবং দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের কারণেই শেষ মুহূর্তে হুড়মুড়িয়ে উইকেটগুলো পড়ে যায়নি।
স্বাচ্ছন্দ্যে ডাবল সেঞ্চুরি এবং টেস্টে দেশের হয়ে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করার সুযোগ পেয়েছেন মুশফিক।মিরাজ শুধু দৃঢ়তাপূর্ণ ব্যাটিংই নয়, খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংসটিও। ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এর আগে একটি মাত্র হাফ সেঞ্চুরি রয়েছে তার।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতের হায়দরাবাদে ৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।এবার খেললেন ৬৮ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি করেই থেমে যাননি। মুশফিককে যোগ্য সহযোগিতা দিয়েছেন। খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ১০২ বলে খেলা ৬৮ রানের ইনিংসটিতে ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মারও ছিল তার। আর এই ইনিংসে অপরাজিতি থাকেন তিনি।
Taxi moto line
128 Rue la Boétie
75008 Paris
+33 6 51 612 712
Taxi moto paris
An impressive share! I have just forwarded this
onto a friend who had been conducting a little homework on this.
And he actually bought me dinner simply because I discovered it for him…
lol. So let me reword this…. Thanks for the meal!!
But yeah, thanks for spending time to talk about this
topic here on your site.