সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করলেন এই অভিনেত্রী।
গেলো ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ এলাকায় ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এ ছবিতে একজন টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিবাকে।
দীর্ঘদিন ধরেই সিনেমায় দেখা মিলছিলো না ঢাকাই ছবির একসময়কার চিত্রনায়িকা শাকিবার। অনেকদিন ক্যামেরার আড়ালেই ছিলেন তিনি। হঠাৎ করে চলতি বছরের শুরুর দিকে আবারও সিনেমায় ফেরার ঘোষণা দেন শাকিবা।
শাকিবা অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ যেটি মুক্তি পেয়েছিলো ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’তে কাজ করলেও ছবিটি এখনো মুক্তি পায়নি। এনামুল করিম নির্ঝর পরিচালিত এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন আরেফিন শুভ।
চিত্রনায়িকা শাকিবা বলেন, প্রায় পাঁচ বছর পর অভিনয়ে ফিরলাম। টেকনাফে টানা ১০ দিন এ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। যেহেতু একজন টিভি সাংবাদিকের চরিত্রে কাজ করেছি তাই অনেক কষ্টও করতে হয়েছে। কাজ করে ভীষণ ভালো লাগলো। আশা করি, দর্শকরাও আমার কাজটি পছন্দ করবেন।
Taxi moto line
128 Rue la Boétie
75008 Paris
+33 6 51 612 712
Taxi moto paris
Can I simply just say what a relief to discover someone who truly knows what they’re
discussing online. You actually understand how to bring an issue to light and make it important.
More people ought to look at this and understand this side of your
story. It’s surprising you are not more popular given that you certainly have the gift.