২৮৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। জিম্বাবুয়ের পেসার জারভিসের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হয়ে ফিরলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৮৬ রান।
তাদের পার্টনারশিপ ২০৮ রান ১৮০ বলে যা ঘরের মাঠে সর্বোচ্চ।সৌম্য সরকার ৯০ বলে ১১৭ রান করে এবং ইমরুল কায়েস করে ৮৮ বলে ৯১ রান।এই বিশাল রান আশার অালো দেখাচ্ছে বাংলাদেশ দলকে।
তবে ধাক্কা সামলে পাল্টা আক্রমণাত্বক ব্যাটিং করছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। এই দু`জনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।সৌম সরকারের ১১৭ রান এবং ইমরুল কায়েসের ৯১ রানের বিশাল সংগ্রহে এগিয়ে যাই বাংলাদেশ।
Taxi moto line
128 Rue la Boétie
75008 Paris
+33 6 51 612 712
Taxi moto paris
Thanks on your marvelous posting! I really enjoyed reading it, you may be
a great author.I will be sure to bookmark your blog and definitely will come
back later in life. I want to encourage continue your
great job, have a nice weekend!