নুরে আলম জাহাঙ্গীর,বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাজহারুল হক দারুল উলুম দেবগ্রাম আখাউড়ার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আবনা ও ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকায় জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় মাদ্রাসার শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট উপহার দেন প্রাক্তন শিক্ষার্থীরা।
মাদ্রাসার মুহতামিম আল্লামা আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মাও হাবিবুল্লাহ উসমানি, মাও- সুহাইল আহমদ ধরমন্ডলি, মাও- মহিউদ্দিন সিদ্দিকী, মাও- আব্দুল বাছির আলহাদি সহ মাদ্রাসার শিক্ষকরা। এসময় মাও- মুফতি রহমতুল্লাহ, মাও- আশরাফ আলী,মাও- শফিকুল ইসলাম, মাও- উসমান গনী, মাও- উমর, মাও-ফয়সাল ও মাও- নজরুল সম্মেলনের সার্বিক সহযোগিতা করেন।
বিগত দিনে যারা এই মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার শিক্ষকেরা। ছাত্ররা তাদের উস্তাদদের হাত হাতে ক্রেস্ট পেয়ে আনন্দিত। পুরাতন ছাত্রদের মধ্যে যারা দেশের বাহিরে থাকেন তাদের হয়ে ক্রেস্ট গ্রহণ করেছেন তাদের অভিভাবকগণ।
ঐদিন জামিয়ার হল রুম ছাত্র-শিক্ষকের এক মিলনমেলায় পরিনত হয়েছে, নবীন ও প্রবীণ আলেমদের মধ্যে মজবুত সেতুবন্ধন তৈরি হয়েছে।
পরে শিক্ষকদের নসিহত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।