স্টাফ রিপোর্টার, অশোক মন্ডল।
আজ ১৩ই মার্চ (বৃহস্পতিবার)খুলনা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কয়রা থানার বিভিন্ন স্থানে গণসংযোগ করে। গণসংযোগ কালে বিভিন্ন স্তরের মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তারা উত্তর বেদকাশির কাটকাটায়, কয়রা সদরে মধুর মোড়ে, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক,জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
উক্ত গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মহররম গাজী মাহিম, যুগ্ম সদস্য সচিব শাহীন, সহকারী মুখপাত্র হাফিজ, সদস্য খায়রুল ইসলাম সুমন, সাধারণ ছাত্র প্রতিনিধি দেবব্রত, তামান্না প্রমুখ।
কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ রনি,যুগ্ম আহ্বায়ক সুলতান সালাউদ্দিন প্রমুখ।
তারা গণসংযোগ কালে জুলাইয়ের স্মৃতিচারণ, ফ্যাসিবাদ মুক্ত তারুণ্যের কয়রাগড়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।