রাব্বিউল হাসান রানা স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেখার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদ হাসান, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ফাহমিদা আক্তার রিনা। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্বকারী বলেন, আমাদের দেশের বিভিন্ন সংস্থা ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করছে। তিনি দিবসটির গুরুত্ব এবং এর ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন, যা জাতির জন্য এক গভীর শোক এবং অতীতের এক অমোচনীয় দুঃখজনক অধ্যায়ের প্রতীক।
এছাড়াও তিনি গণহত্যা দিবসের স্মৃতি ধরে রাখার এবং জাতীয় ঐক্য গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে শিখাবে দেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব এবং সেই সংগ্রামে প্রাণ দেয়া শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবে।