রাব্বিউল হাসান রানা
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলার আব্দুল্লাহ প্রপার্টিজের আয়োজনে ১৬ জানুয়ারি ২০২৫ রবিবার বিকাল ৩টায় কালাই উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে (হল রুমে) মামুনুল ইসলাম মানিকের সভাপতিত্বে নিরাপদ নিবাস প্রজেক্টের সীমিত সংখ্যক ফ্ল্যাট বিক্রয়ের লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল্লাহ প্রপার্টিজের চেয়ারম্যান মামুনুল ইসলাম মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা জর্জ কোটের শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট কাইছার আহমেদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, মাওলানা মুজাফফর হোসেন, তোতা চৌধুরী, মাহমুদুন্নবী চৌধুরী।
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য দেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, সাবেক প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, সাংবাদিক সায়েম ও খোরশেদ মুহুরী।
এ সময় পৌরসভার বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেষে আব্দুল্লাহ প্রপার্টিজের চেয়ারম্যান মামুনুল ইসলাম মানিক ফ্ল্যাট কেনার প্রস্তাব রেখে বলেন, ‘‘কোন প্রকার ভুকি ছাড়াই সততার সাথে ১০০% গ্যারান্টি দিয়ে ফ্ল্যাট নির্মাণ করা হবে, এতে কোন সন্দেহ নেই।’’ তিনি স্বাভাবিক মূল্যে ফ্ল্যাট বিক্রির বুকিং চলছে এবং ফ্ল্যাট বুকিং প্রচার ও বিক্রয়ের জন্য সবার সহযোগিতা কামনা করেন।