জেলা প্রতিনিধি,শেরপুরঃ
শেরপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে জেলা থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
আজ ১৬ই এপ্রিল (বুধবার) শহরের চাপাতলী এলাকায় উপজেলা মডেল মসজিদে অবস্থিত শেরপুর ইসলামিক ফাউণ্ডেশন কার্যালয়ের মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুর এর উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, প্রশিক্ষণ প্রদান করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আহসানুল করিম, ইসলামিক ফাউন্ডেশন এর মাষ্টার ট্রেইনার মুফতী খলিলুর রহমান, নিবিড় হজ্জ কাফেলার স্বত্বাধিকারী ইয়াসিন খান শফিক। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক,শেরপুর শাখার ব্যবস্থাপক আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড অফিসার মোবারক হোসেন।
এ সময় হজ্বযাত্রীগণ স্বতস্ফুর্তভাবে হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।