{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রত্না মাহমুদাঃ
নিস্তব্ধ শহর -চেনা পথ অচেনা সময়-
দীর্ঘ নিঃশ্বাস ফেলে -প্রতিক্ষার প্রহর।।
কড়া রৌদ্রুরে -তপ্ত দুপুর
জীবনের ছুটে চলায়-
আমি এক ব্যর্থ কবি।।
নিরাশায় চেয়ে থাকি
নীল আকাশের অসীম সীমানায়
তুমি আছো অভিমানের বাহানায়।
আর আমি শাড়ির আচঁলে
চোখের জল মুছতে মুছতে
পিছন ফিরে তাকিয়ে দেখি
কেউ নাই, কেউ নাই।
শুধু আমার আমি ছাড়া।
নিস্তব্ধ শহর- চেনা পথ -অচেনা সময়
গিলে ফেলেছে ভালোবাসার অষ্টপ্রহর।।
নিস্তব্ধ শহর -চেনা পথ-অচেনা সময়
ফিরে ফিরে ছায়ার মত আশ্রয় দেয়।
এ শহর বড়ই নিষ্ঠুর,এ শহর বড়ই নির্দয়।
এ শহরে প্রেমের সওদা হয়,এ শহর বিষণ্নতার দাঁড়িপাল্লায় ওজন করে মেপে দেখে।
স্বার্থহীন মানুষজন শুধু স্বার্থের সওদা করে।
প্রেমের নামে স্বার্থের গাল-গল্প শুনিয়ে দেয়।