ইসতিয়াক আহমেদ নাবীল,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বকশিগঞ্জ- সানন্দবাড়ি গামী ‘ক্রাউন ডিলাক্স’ পরিবহনটি বয়রা পরানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।
উক্ত দুর্ঘটনায় অটোরিক্সা চালক সহ দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হসপিটালে দ্রুত পাঠানোর ব্যবস্থা করে।
খবর পাওয়া মাত্রই সদর থানার কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান যে,‘প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসন এ বিষয়টি তদন্ত করছে। ’