স্টাফ রিপোর্টার, অশোক মন্ডল। কয়রা উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। (২৪ জানুয়ারি) শুক্রবার সকাল ১১টায় গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান সোহেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবর রহমান মল্লিক সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখা,মারুফা আক্তার মহিলা সম্পাদিকা পাইকগাছা উপজেলা শাখা, সভাপতি মোঃ সাইফুজ্জামান সুমন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা, সাধারণ সম্পাদক আসাদুল হক, সহ-সভাপতি জি এম আবু সাঈদ মিন্টু,সাংগঠনিক সম্পাদক এফ এম মারুফুজ্জামান , অর্থ বিষয়ক সম্পাদক শিলন হোসেন,ক্রীড়া বিষয়ক সম্পাদক অলোক কুমার মন্ডল, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সবুজ প্রমুখ।
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলার সভাপতি মোঃ সোহেল রানা বলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সর্বদা গরীব অসহায় মানুষের পাশে ছিলে ভবিষ্যতে থাকবে, ইতিমধ্যে খুলনা জেলার কয়েকটি উপজেলায় কম্বল বিতরণ করা হয়েছে আজ তারই ধারাবাহিকতায় কয়রা উপজেলায় বিতরণ করেছি।
অতি দ্রুত খুলনা জেলা পর্যায়ে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করব ইনশাল্লাহ। তিনি বক্তব্যের শেষে বলেন, আপনারা আমাদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিটেডের কর্ণধর মোঃ সাইফুল ইসলাম স্যারের জন্য দোয়া করবেন, তারই নির্দেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।