স্টাফ রিপোর্টার, অশোক মন্ডল।
দুর্যোগ কবলিত অঞ্চল খুলনার কয়রার স্টেকহোল্ডারদের সাথে লার্নিং এন্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ ৩১শে ডিসেম্বর রোজ( মঙ্গলবার)সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রত্যাশী “এ কর্মশালা আয়োজন করে। প্রত্যাশীর প্রজেক্ট কো- অর্ডিনেটর মোঃ সোহেল হোসাইনের সভাপতিত্বে ও ইউনিয়ন ফ্যাসিলিটেটর আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনার রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক মোঃ আব্দুর রউফ,জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সভাপতি মোঃসাইফুজ্জামান সুমন, অলোক কুমার মন্ডল ক্রীড়া সম্পাদক জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা,প্রত্যাশীর ফাইন্যান্স অফিসার মাহমুদা আক্তার, ইউনিয়ন ফ্যাসালিটেটর রেশমা খাতুন, লজিক প্রকল্পের আহসান আহমেদ, এনজিও প্রতিনিধি রায়হান শেখ,মিজানুর রহমান খান, হাসান সিদ্দিকী মিলন, মুস্তাক আহমেদ, এ কর্মশালায় সরকারী কর্মকর্তা, এন.জি.ও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।