বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ স্কুফ সিরাপ,ফেন্সিডিল ও গাজা সহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।
১০ মার্চ (সোমবার) রাত ৯টার দিকে ক্যাপ্টেন আমীন ৩৩বীর ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে সঙ্গীয় বাহিনী সহ বিজয়নগর থানাধীন সিংগারবিল এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের চান মিয়ার ছেলে উজ্জ্বল খা(৩২),এসময় তার কাছ থেকে ৬৮০ পিস স্কুফ সিরাপ,২৫৫ পিস ফেন্সিডিল,৭০কেজি গাজা উদ্ধার করা হয়।যার বাজার মূল্য ২০লাখ টাকা।
এসব অবৈধ মালামাল বিজয়নগর থানায় জমা দেওয়া হয়েছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে এগুলো ধ্বংসের জন্য প্রক্রিয়া চলছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।