সময়ের সাক্ষী রিপোর্টঃ
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার রাজনীতিবিদ, পেশাজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের সম্মানে চাষাড়া ড্রিংক এন্ড ডাইন রেস্টুরেন্টে ” তাকওয়া অর্জনে মাহে রামাদানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ খেলাফত মজিস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
দলের মহাসচিবের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। উনার উপস্থিতিতে ইফতার মাহফিল সফলভাবে বাস্তবায়নের জন্য সংগঠনের নেতাকর্মীর সফল প্রম্তুতি সম্পন্ন করেছেন বলে দলটির দায়িত্বশীলরা জানান।